ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কোটচাঁদপুর ছাত্র সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাবিবা ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম রাকিব।
শনিবার (৩০শে এপ্রিল) সদ্য সাবেক সভাপতি মাহফুজুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক শুভ অধিকার যৌথ স্বাক্ষরের নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা মন্ডলীর প্রত্যক্ষ ভোটে নবগঠিত কমিটিতে প্রথমবারের মতো নারী সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া হাবিবা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ল এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাকিব দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র ৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া ঢাবির এই সংগঠনটিতে বর্তমানে প্রায় ৮০ জন সদস্যরা বিশাল এক পরিবার।